ঢাকা | বঙ্গাব্দ

জনবল সংকটে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভোগান্তিতে রোগীরা

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম জনবল সংকটের কারণে রোগীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
  • আপলোড তারিখঃ 10-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 58246 জন
জনবল সংকটে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভোগান্তিতে রোগীরা ছবির ক্যাপশন: কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ad728



কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম জনবল সংকটের কারণে রোগীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালে পরিসংখ্যান অনুযায়ী, এখানে মোট ১৪ জন কনসালটেন্ট চিকিৎসক থাকার কথা থাকলেও কর্মরত আছেন মাত্র ২ জন। ১৯ জন মেডিকেল অফিসারের স্থলে আছেন মাত্র ৩ জন। এছাড়া ইমারজেন্সি মেডিকেল অফিসার ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) একেবারেই নেই।


হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৮ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও এখনও ৩১ শয্যার জনবল দিয়েই এটি পরিচালিত হচ্ছে। নার্সের পদে ৩০ জন অনুমোদিত থাকলেও কর্মরত আছেন ২৯ জন এর মধ্যে কয়েকজন ডেপুটেশনে অন্যত্র থাকায় সংকট প্রকট। উপসহকারী মেডিকেল অফিসার থাকার কথা ৬ জন, বর্তমানে আছেন মাত্র ২ জন। তৃতীয় ও চতুর্থ শ্রেণির অনেক পদও দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে।


পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগী সেবায়ও রয়েছে ঘাটতি। পরিছন্ন কর্মী থাকার কথা ১০ জন, কর্মরত মাত্র ১ জন; আয়া থাকার কথা ৫ জন, আছেন ২ জন; আর ওয়ার্ড বয়ের পদে ৫ জনের বিপরীতে আছেন মাত্র ১ জন।


প্রতিদিন গড়ে ৪০০ থেকে সাড়ে চারশো রোগী জরুরি ও বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। কিন্তু চিকিৎসক ও জনবল সংকটের কারণে অনেকেই চিকিৎসা না পেয়েই ফিরে যেতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি ওষুধ সংকটও দেখা দিয়েছে। উপজেলার ৬টি উপস্বাস্থ্যকেন্দ্র ও ২১টি কমিউনিটি ক্লিনিকেও একই সমস্যা বিরাজ করছে।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার বলেন, “জনবল পেলে এই হাসপাতালে মানসম্মত চিকিৎসা দেওয়া সম্ভব। হাওর অঞ্চল থেকেও অনেক রোগী এখানে আসেন। আমি শূন্য পদে নিয়োগ চেয়ে একাধিকবার চিঠি পাঠিয়েছি। আশা করছি দ্রুতই এই সমস্যার সমাধান হবে।”


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান