ঢাকা | বঙ্গাব্দ

বেনাপোল বন্দর দিয়ে তিন দিনে ৯৪৫ টন চাল আমদানি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে নতুন করে চাল আমদানি শুরু হয়েছে। সর্বশেষ বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় তৃতীয় চালানে আরও ৪২০ মেট্রিক টন মোটা চাল বন্দরে প্রবেশ করেছে। এ নিয়ে গত তিন দিনে মোট ৯৪৫ মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে।
  • আপলোড তারিখঃ 31-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 19397 জন
বেনাপোল বন্দর দিয়ে তিন দিনে ৯৪৫ টন চাল আমদানি ছবির ক্যাপশন: বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি
ad728



হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে নতুন করে চাল আমদানি শুরু হয়েছে। সর্বশেষ বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় তৃতীয় চালানে আরও ৪২০ মেট্রিক টন মোটা চাল বন্দরে প্রবেশ করেছে। এ নিয়ে গত তিন দিনে মোট ৯৪৫ মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে।


বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকারের উদ্যোগে ভারত থেকে ধাপে ধাপে চাল আসছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রথম চালানে ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন, রবিবার (২৪ আগস্ট) দ্বিতীয় চালানে ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন এবং বুধবার (২৭ আগস্ট) তৃতীয় চালানে ১২টি ট্রাকে ৪২০ মেট্রিক টন চাল প্রবেশ করে।


আমদানিকারক প্রতিষ্ঠান গনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুস সামাদ বলেন, তিন দিনে ২৭টি ট্রাকে মোট ৯৪৫ মেট্রিক টন চাল আমদানি করেছি। আমাদের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ কাস্টমস কার্যক্রম সম্পন্ন করছে। আরও কয়েকটি চালবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।


তিনি আরও জানান, সরকারের এই উদ্যোগে বাজারে চালের দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।


বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, আমদানিকৃত চাল দ্রুত ছাড়করণের জন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


উল্লেখ্য, সর্বশেষ চলতি বছরের ১৫ এপ্রিল বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।