ঢাকা | বঙ্গাব্দ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী গফরগাঁওয়ে যুবক নিহত

সৌদি আরবের জেদ্দা শহরের সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
  • আপলোড তারিখঃ 21-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 13064 জন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী গফরগাঁওয়ে যুবক নিহত ছবির ক্যাপশন: হাসান বাবু
ad728



 গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

সৌদি আরবের জেদ্দা শহরের সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

গত সোমবার (২০ অক্টোবর) সৌদির স্থানীয় সময় ভোর ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত হাসান বাবু (২১) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারি ইউনিয়নের কুরচাই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

নিহত হাসান বাবু'র বাবা জামাল উদ্দিন

এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার ছেলে প্রায় ৪ বছর পূর্বে উন্নত জীবনের আশা সৌদি আরব যান। 

তিনি আরও বলেন, দুর্ঘটনাস্থলেই তার ছেলে বাবু'র মৃত্যু হয়। খবর পেয়ে সৌদি আরবের পুলিশ তার মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালের হিমঘরে রাখে।

হাসান বাবু'র পরিবারকে বিষয়টি অবগত করেন সৌদি আরবে তার এক সহকর্মী চালক।

নিহতের সহকর্মী চালক বলেন, বাবু চার বছর যাবত সৌদি আরবের জেদ্দা শহরে থাকে। সেখানে একটি কোম্পানির মালবাহী গাড়ী চালকের চাকরি করতো সে। সোমবার সৌদি আরব সময় ভোর ৫ টার দিকে গাড়ী নিয়ে বের হলে দূর্ঘটনায় গাড়ীর সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবু নিহত হয়েছেন।

নিহত বাবু'র মা ফাতেমা বেগম বলেন, আমাদের সুখের জন্য ছেলে চার বছর আগে সৌদি আরবের যায় । আমার বাবা সোমবার ভোরে সড়ক দুর্ঘটনায় মারা গেলেও দুপুরে তার এক সহকর্মী চালক ফোন দিয়ে আমাদেরকে জানায়। কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, আপনারা আমার বাবার লাশ এনে দেন, আমি তাকে দেখব।

নিহতের বাবা বলেন, 'আমরা বাবু'র মরদেহ দেশে ফেরানোর জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছি।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম জানান, এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান