মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি মামলায় এক নারীসহ ৫জন মাদক কারবারী ও মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়ে তা আদায় করেছেন।
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী পৌর সদরের কামারকোনা মহল্লা ও উপজেলার চান্দপুর ইউনিয়নের শেখেরপাড়া গ্রামে মাদকের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসময় পৌর সদরের কামারকোনা মহল্লার মোঃ ফালু মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া (৩৯) ও মোঃ আবুল কালাম(২৫), মৃত আঃ রাজ্জাকের ছেলে মোঃ রুস্তম আলী (৪৬), মৃত আঃ ছোবহানের মেয়ে মোছাঃ ফাতেমা খাতুন (৫২) এবং চান্দপুর ইউনিয়নের শেখেরপাড়া গ্রামের জয়নাল ইসলামের ছেলে মোঃ রুবেল (৪৪কে মাদকসহ আটক করে ভ্রাম্যমান আদালত। পরে ভ্রাম্যমান আদালত মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোঃ ফারুক মিয়াকে তিন মাসের বিনাশ্রক কারাদন্ড এবং দুই হাজার টাকা অর্থদন্ড, মোঃ আবুল কালামকে এক মাসের বিনাশ্রক কারাদন্ড এবং এক হাজার টাকা অর্থদন্ড, মোঃ রুস্তম আলীকে এক মাসের বিনাশ্রক কারাদন্ড এবং এক হাজার টাকা অর্থদন্ড, মোছাঃ ফাতেমা খাতুনকে এক মাসের বিনাশ্রক কারাদন্ড এবং এক হাজার টাকা অর্থদন্ড এবং মোঃ রুবেলকে সাত মাসের বিনাশ্রক কারাদন্ড এবং তিনশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। গ্রেপ্তারকৃত ৫ আসামীকে সাজা পরোয়ানা মূলে কিশোরগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন মাদক দ্রব্য নিয়নন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় থানা পুলিশ।
কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী পৃথক পৃথক অভিযানে একজন নারীসহ পাঁচজন মাদক কারবারী ও মাদকসেবীকে আটক করে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।