ঢাকা | বঙ্গাব্দ

সাপাহারে মৎস্য সপ্তাহ উদযাপন

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাপাহারে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভার আয়োজন করে।
  • আপলোড তারিখঃ 18-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 33912 জন
সাপাহারে মৎস্য সপ্তাহ উদযাপন ছবির ক্যাপশন: মৎস্য সপ্তাহ উদযাপন
ad728


স্টাফ রিপোর্টারঃ  “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাপাহারে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভার আয়োজন করে।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো: সেলিম আহমেদএর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় মৎস্য সপ্তাহের উপর গুরুত্ব রেখে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শামিম রেজা সুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিতি হিসেবে অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ,প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, সাপাহার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন,প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় উপজেলার জবই বিল মৎস্য প্রকল্প সহ বিভিন্ন এলাকার প্রায় শতাধিক মৎস্য জীবী, মৎস্য চাষী সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর প্রথমে নির্বাহী অফিসার ও মৎস্য কর্মকর্তা উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।