ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ‌বাংলাদেশ জামায়াতে ইসলামী, গফরগাঁও পৌরসভা শাখার আয়োজনে ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 12-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 32602 জন
গফরগাঁওয়ে জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনাসভা ছবির ক্যাপশন: গফরগাঁওয়ে জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনাসভা
ad728


রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ‌বাংলাদেশ জামায়াতে ইসলামী, গফরগাঁও পৌরসভা শাখার আয়োজনে ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে পৌর‌ শহরের জামতলা মোড়ে দলীয় কার্যালয়ে গফরগাঁও পৌর জামায়াতের সভাপতি মাওলানা মোজাম্মেল হক শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর ও ময়মনসিংহ-১০ (গফরগাঁও -পাগলা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেল। 

বিশেষ অতিথি ছিলেন পাগলা থানার জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক।

এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নুল আবেদীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আবদুল্লাহ আল মামুন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বাবুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা সিয়াম সাধনার মাস রমজানকে আত্মশুদ্ধির সুযোগ হিসেবে গ্রহণ করে তাক্বওয়া অর্জনের সর্বোচ্চ প্রচেষ্টা করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে মুসলিম উম্মার শান্তি ‌এবং ‌দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। 

অনুষ্ঠানে গফরগাঁওয়ের আলেম ওলামা,

শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার