স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) দিনাজপুর জোন এর আওতাধীন সাপাহার শাখার উদ্যোগে"জুলাই পূনর্জাগরন" ও "তারুণ্যের উৎসব" ২০২৫ উদযাপন উপলক্ষ্যে রিক সাপাহার এরিয়া অফিসের সামনে এক বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
এ সময়ে সেখানে রিক দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার জনাব মোঃ ওলিউল ইসলাম,রিক সাপাহার এরিয়া ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম,সাপাহার শাখার শাখা ব্যবস্থাপক মঙ্গল চন্দ্র রায় কোঙর সহ সংস্থার সকল কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গন্য মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।