ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে উন্নয়ন পরিকল্পনা নিয়ে আন্তঃবিভাগীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে উন্নয়ন সংক্রান্ত মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ে আন্তঃবিভাগীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 31-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 8520 জন
গফরগাঁওয়ে উন্নয়ন পরিকল্পনা নিয়ে আন্তঃবিভাগীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: উন্নয়ন পরিকল্পনা নিয়ে আন্তঃবিভাগীয় পর্যালোচনা সভা
ad728



রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে উন্নয়ন সংক্রান্ত মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ে আন্তঃবিভাগীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) সকালে গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়।


গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ -আল-মামুন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এম. এ. আকমল হোসেন আজাদ।


প্রধান অতিথি বলেন, জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় প্রতিটি উপজেলা, শহর ও বিভাগকে একটি সুনির্দিষ্ট মাস্টার প্ল্যানের আওতায় আনা প্রয়োজন। শিক্ষা, কৃষি, শিল্প, স্বাস্থ্য ও পরিবেশ—সবক্ষেত্রেই গফরগাঁওয়ের বিপুল সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে গফরগাঁওকে একটি আধুনিক, স্মার্ট শহরের রূপান্তর করা সম্ভব।

এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, শহর পরিকল্পনাবিদ, প্রকৌশলী ও উন্নয়ন বিশেষজ্ঞরা।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩