ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে মহুয়া কমিউটার ট্রেন

ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ ঘটনায় ট্রেনটিতে ভ্রমণ করা যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়েছে। গতকাল শনিবার (১ মার্চ) বেলা ১২ টা ৩৫ মিনিট ময়মনসিংহের গফরগাঁও স্টেশনের অদূরে আলতাফ গোলন্দাজ কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
  • আপলোড তারিখঃ 01-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 168770 জন
গফরগাঁওয়ে মহুয়া কমিউটার ট্রেন ছবির ক্যাপশন: গফরগাঁওয়ে ইঞ্জিন বিকল হওয়া মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল
ad728



 গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:

ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ ঘটনায় ট্রেনটিতে ভ্রমণ করা যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়েছে।

গতকাল শনিবার (১ মার্চ) বেলা ১২ টা ৩৫ মিনিট ময়মনসিংহের গফরগাঁও স্টেশনের অদূরে আলতাফ গোলন্দাজ কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা - ময়মনসিংহ রেলপথে কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করে‌ যাওয়া পর রেলওয়ে স্টেশন অদূরে আলতাফ গোলন্দাজ কলেজ এলাকায় বেলা ১২ টা ৩৫ মিনিটে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। প্রায় ১ ঘন্টার পর কোন রকমে ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে এনে দাঁড় করিয়ে রাখে। ট্রেন চালকসহ সংশ্লিষ্টরা সোয়া দুই ঘণ্টা চেষ্টা করেও ট্রেনটি চালু করতে পারেনি।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোস্তফা কামাল বলেন, মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হলেও ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে নিয়ে আসায় এ লাইনে ট্রেন চলাচলে তেমন কোন বিঘ্ন হয়নি। 


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।