সেলিম হোসেন মায়া (স্টাফ রিপোর্টার ): খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তারাবনছড়া এলাকা থেকে অবৈধ কাঠ আটক করে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
সোমবার ( ১০ মার্চ) দুপুর বারোটার দিকে বিজিবি'র নিয়মিত টহল চলাকালিন গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নাঃ সুবেঃ মোঃ মোফাজ্জল হোসেন এর নেতৃত্বে এই কাঠ আটক করে।
আটককৃত কাঠের পরিমাণ ১৩৫.৩১ ঘনফুট, এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৩,৫০০ টাকা হতে পারে
পানছড়ি ব্যাটালিয়'র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, জানান, সীমান্ত রক্ষায়, অবৈধ চোরাচালান ও পাচার রোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারী জোরদার আছে। দেশ মাতৃকার সেবায় সর্বদা বিজিবি মর্যাদার সাথে কাজ করে যাচ্ছে।