ঢাকা | বঙ্গাব্দ

সামাজিক ব্যবসাই ভবিষ্যতের পথ: ড. ইউনূস

  • আপলোড তারিখঃ 27-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 34642 জন
সামাজিক ব্যবসাই ভবিষ্যতের পথ: ড. ইউনূস ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসা শুধু একটি দেশের সীমায় সীমাবদ্ধ নয়, বরং এটি পুরো বিশ্বকে বদলে দেওয়ার বিশাল সামর্থ্য রাখে।

শুক্রবার সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে আয়োজিত দুই দিনব্যাপী ‘সোশ্যাল বিজনেস ডে ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সবচেয়ে কার্যকর ও টেকসই পথ হলো সামাজিক ব্যবসা। এটি স্বাস্থ্যসেবার জটিল চ্যালেঞ্জগুলোকে মানবিক ও ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সমাধান করতে পারে।”

এবারের সম্মেলনের প্রতিপাদ্য—“সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সামাজিক ব্যবসা সর্বোত্তম পন্থা”—এই মূল ধারণাকে সামনে রেখেই আয়োজিত হচ্ছে অনুষ্ঠানটি।

বিশ্বের ৩৮টি দেশ থেকে আগত ১,৪০০-এরও বেশি প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিয়েছেন। এছাড়া অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক এবং বিদেশি অতিথিরাও উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত