ঢাকা | বঙ্গাব্দ

“যুব শক্তিতে গড়ে উঠছে টেকসই পরিবেশের স্বপ্ন” সাপাহারে স্মার্ট ফল প্রকল্পের যুব ক্যাম্পেইন সম্পন্ন

“যুব শক্তিতে গড়ে উঠুক, টেকসই পরিবেশের স্বপ্ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে অনুষ্ঠিত হলো পিকেএসএফ-এর সহযোগিতায় ঘাসফুল কর্তৃক বাস্তবায়িত Sustainable Microenterprise and Resilient Transformation (SMART)- ফল প্রকল্পের আওতাধীন এক ব্যতিক্রমধর্মী “যুব সম্পৃক্ততা ক্যাম্পেইন”। পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের অংশগ্রহণে একটি সবুজ, টেকসই ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্য নিয়ে আয়োজিত এই কর্মসূচি স্থানীয় যুব সমাজ ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।
  • আপলোড তারিখঃ 26-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 58317 জন
“যুব শক্তিতে গড়ে উঠছে টেকসই পরিবেশের স্বপ্ন”  সাপাহারে স্মার্ট ফল প্রকল্পের যুব ক্যাম্পেইন সম্পন্ন ছবির ক্যাপশন: ক্যাম্পেইন
ad728


স্টাফ রিপোর্টারঃ

“যুব শক্তিতে গড়ে উঠুক, টেকসই পরিবেশের স্বপ্ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে অনুষ্ঠিত হলো পিকেএসএফ-এর সহযোগিতায় ঘাসফুল কর্তৃক বাস্তবায়িত Sustainable Microenterprise and Resilient Transformation (SMART)- ফল প্রকল্পের আওতাধীন এক ব্যতিক্রমধর্মী “যুব সম্পৃক্ততা ক্যাম্পেইন”। পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের অংশগ্রহণে একটি সবুজ, টেকসই ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্য নিয়ে আয়োজিত এই কর্মসূচি স্থানীয় যুব সমাজ ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। 

উক্ত ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন ১০০-এরও বেশি তরুণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যরা। দিনব্যাপী কর্মসূচিতে ছিল:

বর্ণাঢ্য শোভাযাত্রা: সকাল ১০টায় র‌্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরিবেশবান্ধব বার্তা সম্বলিত ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

বিশেষজ্ঞ আলোচনা ও মতবিনিময়: পরিবেশ সংরক্ষণে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনায় অংশ নেন স্থানীয় শিক্ষাবিদ ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কুইজ প্রতিযোগিতা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন: শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পরিবেশ বিষয়ক একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

গাছের চারা বিতরণ: পরিবেশ বান্ধব উদ্যোগ হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন:

 জনাবা তাসলিমা আক্তার, প্রভাষক, পোরশা সরকারি কলেজ — “তরুণরাই হবেন আগামীর পরিবেশ রক্ষার অগ্রপথিক।”

জনাব মো. সাজেদুল আলম, প্রধান শিক্ষক, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় — “তরুণদের অংশগ্রহণ ছাড়া পরিবেশ রক্ষা সম্ভব নয়। এই আয়োজন জাতীয় পর্যায়েও অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে।”

 জনাব কুদরাত-ই-খোদা মো. নাসের, প্রকল্প ব্যবস্থাপক, SMART প্রকল্প — “তরুণরাই পরিবেশ সংরক্ষণের মূল চালিকাশক্তি।”

SMART (Sustainable Microenterprise and Resilient Transformation)-ফল প্রকল্পের এই ক্যাম্পেইন স্থানীয় পর্যায়ে যুব সমাজকে পরিবেশ বিষয়ক কার্যক্রমে সম্পৃক্ত করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। অংশগ্রহণকারীরা এই আয়োজনকে সময়োপযোগী ও প্রেরণাদায়ক হিসেবে মূল্যায়ন করেন।

আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়, দেশের প্রতিটি অঞ্চলে এমন উদ্যোগের সম্প্রসারণ ঘটিয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে পরিবেশ রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলতে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল