ঢাকা | বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে নড়িয়া পৌরসভা মহিলা দলের মিলাদ ও দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আসমাউল হুসনার নির্দেশে ও নড়িয়া পৌরসভা মহিলা দলের আহবায়ক শাহানাজ আক্তারের নেতৃত্বে এবং সকল ওয়ার্ড নেতৃবৃন্দের সমন্বয়ে শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকাল ৫ টায় নড়িয়া উপজেলা বিএনপির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছ। এতে বিপুল সংখ্যক মহিলা দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
  • আপলোড তারিখঃ 25-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 26162 জন
বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে নড়িয়া পৌরসভা মহিলা দলের মিলাদ ও দোয়া মাহফিল ছবির ক্যাপশন: মহিলা দলের মিলাদ ও দোয়া মাহফিল
ad728



শরীয়তপুর প্রতিনিধি: 

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আসমাউল হুসনার নির্দেশে ও নড়িয়া পৌরসভা মহিলা দলের আহবায়ক শাহানাজ আক্তারের নেতৃত্বে এবং সকল ওয়ার্ড নেতৃবৃন্দের সমন্বয়ে  শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকাল ৫ টায় নড়িয়া উপজেলা বিএনপির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছ। এতে বিপুল সংখ্যক মহিলা দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। আর  বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।