ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়ি ‎পানছড়িতে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে উপজেলার মোহাম্মদপুর, মোল্লাপাড়া এবং জিয়ানগর এলাকার স্থানীয়দের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেন বাংলাদেশ সেনা বাহিনীর পানছড়ি সাব জোন।
  • আপলোড তারিখঃ 03-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 146774 জন
খাগড়াছড়ি ‎পানছড়িতে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ ছবির ক্যাপশন: সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ
ad728


ইকবাল হোসাইন, পানছড়ি প্রতিনিধি, খাগড়াছড়ি :

‎খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাব জোনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে উপজেলার মোহাম্মদপুর, মোল্লাপাড়া এবং জিয়ানগর এলাকার স্থানীয়দের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেন বাংলাদেশ সেনা বাহিনীর পানছড়ি সাব জোন।

‎৩ জুন ২০২৫ ,মঙ্গলবার  এলাকা সমুহে উপস্থিত থেকে পানছড়ি সাব জোন কমান্ডার ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন অসহায় পরিবারের মাঝে এ উপহার প্রদান করেন। 

‎এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি জোন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যহত রাখবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো।

‎ঈদের আগ মুহুর্তে খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাব জোনের এই পদক্ষেপে স্থানীয়রা অত্যন্ত আনন্দিত।

‎ঈদ সামগ্রী প্রদান কালে সিনিয়র ওয়ারেন্ট অফিসার  বাহার উদ্দিন, উল্টাছড়ি প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম সহ স্থানীয় নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান