ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়ি ‎পানছড়িতে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে উপজেলার মোহাম্মদপুর, মোল্লাপাড়া এবং জিয়ানগর এলাকার স্থানীয়দের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেন বাংলাদেশ সেনা বাহিনীর পানছড়ি সাব জোন।
  • আপলোড তারিখঃ 03-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 99282 জন
খাগড়াছড়ি ‎পানছড়িতে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ ছবির ক্যাপশন: সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ
ad728


ইকবাল হোসাইন, পানছড়ি প্রতিনিধি, খাগড়াছড়ি :

‎খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাব জোনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে উপজেলার মোহাম্মদপুর, মোল্লাপাড়া এবং জিয়ানগর এলাকার স্থানীয়দের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেন বাংলাদেশ সেনা বাহিনীর পানছড়ি সাব জোন।

‎৩ জুন ২০২৫ ,মঙ্গলবার  এলাকা সমুহে উপস্থিত থেকে পানছড়ি সাব জোন কমান্ডার ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন অসহায় পরিবারের মাঝে এ উপহার প্রদান করেন। 

‎এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি জোন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যহত রাখবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো।

‎ঈদের আগ মুহুর্তে খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাব জোনের এই পদক্ষেপে স্থানীয়রা অত্যন্ত আনন্দিত।

‎ঈদ সামগ্রী প্রদান কালে সিনিয়র ওয়ারেন্ট অফিসার  বাহার উদ্দিন, উল্টাছড়ি প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম সহ স্থানীয় নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।