সিফাত আহমেদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) উপজেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়ন পরিষদে গর্ভবতী নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারে বিশেষভাবে ৭০ জন গর্ভবতী নারী অংশগ্রহণ করেন, যারা আওতাধীন বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহন করেছেন। অনুষ্ঠানটি বুধবার (২০ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজন করা হয়।
সেমিনারের সভাপতিত্ব করেন সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, জুনিয়ার কনসালটেন্ট (গাইনি এন্ড অবস্) ডা. ফাহমিদা আক্তার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা। এ ছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের চারটি কমিউনিটি ক্লিনিকের প্রশিক্ষিত সেবা প্রদানকারীরা (সি.এস.সি.পি)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, সালুয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম বকুল, সাংগঠনিক সম্পাদক মো. সাদেকুর রহমান, বীর কাশিমনগর এফ.ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল করিম, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মো. মাইন উদ্দিন, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম এবং সাংবাদিক মো. লোকমান হোসাইনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের সদস্য মীর মো. সৈয়দ আলী।
সেমিনারের মাধ্যমে গর্ভবতী নারীরা স্বাস্থ্য বিষয়ক জ্ঞানের পাশাপাশি, গর্ভকালীন সঠিক খাদ্যাভ্যাস, পরিচ্ছন্নতা, ডেলিভারি পূর্ববর্তী প্রস্তুতি এবং শিশুর স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে গুরুত্ব সহকারে সচেতন হয়েছেন।