রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে উস্থি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে হাটপাড়া বাজার জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও -পাগলা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও গফরগাঁও থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।
১০ নং উস্থি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা তাজউদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলা থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ এমদাদুল হক ও এডভোকেট আশরাফুজ্জামান।
ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আশরাফুল ইসলাম, মাওঃ আরফান আলী, সহকারী অধ্যাপক মোঃ মতিউর রহমান প্রমুখ।
ইফতার মাহফিলে শত শত দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। পরে মুসলিম উম্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণে মুনাজাত করা হয়।