ঢাকা | বঙ্গাব্দ

পুত্রবধূদের পরিচর্যায় বেগম খালেদা জিয়া এখন ‘অনেক সুস্থ’

ছেলে তারেক রহমানের বাসায় হাসিখুশি সময় কাটাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । পুত্রবধূদের পরিচর্যায় তিনি এখন ‘অনেক সুস্থ’। এমনটাই জানিয়েছেন তার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক।
  • আপলোড তারিখঃ 28-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 48322 জন
পুত্রবধূদের পরিচর্যায় বেগম খালেদা জিয়া এখন ‘অনেক সুস্থ’ ছবির ক্যাপশন: ছবি :সংগৃহীত
ad728

তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অনেক ভালো আছেন। বাসায় ফিরে  তিনি খুব হাসিখুশি আছেন। আলহামদুলিল্লাহ  আমরাদের নেতা তারেক রহমানসহ গতকাল (রোববার) নেত্রীর সঙ্গে এক সঙ্গে ডিনার করেছি। আমার মনে হয় তিনি ৬০ পার্সেন্ট সুস্থ হয়ে গেছেন।

সোমবার (২৭ জানুয়ারি) এশার নামাজের পর বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আরাফাত রহমান স্মৃতি সংসদ, ইউকে আয়োজিত এক দোয়া মাহফিল শেষে তিনি এসব কথা বলেন।

এমএ মালেক বলেন, আলহামদুলিল্লাহ, ব্রিটিশ বাংলাদেশি দুটি টিম মিলে আমাদের নেত্রীর চিকিৎসা দিচ্ছেন। হসপিটালের যে ট্রিটমেন্ট আমি মনে করি এর চেয়ে বেটার ট্রিটমেন্ট হচ্ছে বাসায়। আমি তাকে গতকালকেও দেখেছি। উনার মুখের হাসি, উনার কথাবার্তা…। উনার নাতীনরা ও ছেলের বউরা…। আমি গতকালকে দেখেছি ডা. জুবাইদা রহমান বসে খাওয়াচ্ছেন। পাশে আমাদের নেতা তারেক রহমান বসা। সেখানে  আমি  এবং আমাদের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহেদ হোসেন ছিলাম। আমাদের নেতা আমাকে ডেকে সেখানে বসালেন। আমি অত্যন্ত আনন্দিত এবং আমি গর্বিত, আমি সেখানে আমাদের নেত্রী ও নেতার সঙ্গে বসে একসঙ্গে একই টেবিলে ডিনার করেছি। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার