ঢাকা | বঙ্গাব্দ

হামজা,রোনালদোসহ তামিম-শান্তদের ক্রীড়াঙ্গন থেকেও ঈদের শুভেচ্ছা

ঈদ উৎসবে বিশ্বজুড়ে আনন্দের জোয়ার।এই ঈদ উপলক্ষে দেশের ক্রীড়াঙ্গন থেকে আন্তর্জাতিক তারকাদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় হয়েছে। বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী থেকে বিশ্ব ফুটবলের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো, বাংলাদেশ ক্রিকেট তারকা তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তরাও জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।
  • আপলোড তারিখঃ 31-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 101121 জন
হামজা,রোনালদোসহ তামিম-শান্তদের ক্রীড়াঙ্গন থেকেও ঈদের শুভেচ্ছা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


নিউজ ডেস্ক :

ঈদ উৎসবে বিশ্বজুড়ে আনন্দের জোয়ার।এই ঈদ উপলক্ষে দেশের ক্রীড়াঙ্গন থেকে আন্তর্জাতিক তারকাদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় হয়েছে। বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী থেকে বিশ্ব ফুটবলের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো, বাংলাদেশ ক্রিকেট তারকা তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তরাও জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। 

শুভেচ্ছা জানাতে বাদ পড়েনি ফুটবল ক্লাবগুলোও। ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।


সম্প্রতি আলোড়ন তুলেন বাংলাদেশ ফুটবলে হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাচ তিনি খেলে ইংল্যান্ডে ফিরে গেলেও, নিজ দেশের সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি। 


তিনি এক ভিডিও বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘আমার ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। সবার সঙ্গে দ্রুত আবার দেখা হবে।


আল নাসরে খেলার সুবাদে মধ্যপ্রাচ্যের সংস্কৃতিকেও ভালোবেসে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।সেই ভালবাসাতেই জোব্বা পড়ে সৌদি আরবের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে সবার সঙ্গে ঈদ উৎসবে সামিল হন তিনি।তাঁর শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, এই বিশেষ সময়টি আপনি ও আপনার পরিবারের জন্য আনন্দ, শান্তি ও সুখ বয়ে আনুক।


বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও দেশের ক্রিকেটের তরকারাও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তামিম ইকবাল পবিত্র ঈদে ভক্ত ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে পাশাপাশি দুঃসময়ে তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বন্ধুদের সঙ্গে আনন্দ আড্ডার ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।


ঈদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল