ঢাকা | বঙ্গাব্দ

ধনীদের যাকাতে বছরে ১ লাখ কোটি টাকার তহবিল গঠিত হবে: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশের সকল ধনীরা যাকাত দিলে প্রতি বছরে ১লাখ কোটি টাকার তহবিল গঠিত হবে।আর এ টাকার সঠিক বন্টন করা গেলে ১০ বছর পরে দেশে কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
  • আপলোড তারিখঃ 02-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 121011 জন
ধনীদের যাকাতে বছরে ১ লাখ কোটি টাকার তহবিল গঠিত হবে: ধর্ম উপদেষ্টা ছবির ক্যাপশন: ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ad728


আমিনুল হক, স্টাফ রিপোর্টার :

বাংলাদেশের সকল ধনীরা যাকাত দিলে প্রতি বছরে ১লাখ কোটি টাকার তহবিল গঠিত হবে। আর এ টাকার সঠিক বন্টন করা গেলে ১০ বছর পরে দেশে কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।


আজ রোববার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় মসজিদে রমজানের তাৎপর্ষ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।


তিনি বলেন, যারা দেশের সম্পদ লুট করে বিক্রি করে দেয় তারা দেশদ্রোহী, তারা দেশপ্রেমিক হতে পারে না। এদের বিচার হওয়া উচিত। এ ধরনের মানসিকতা পরিবর্তন না হলে দেশ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না।


তিনি আরও বলেন, শুধু পানাহার থেকে বিরত থাকাই সংযম নয়, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও সংযম দেখাতে হবে। মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা করা পাপ। তিনো এ ধরনের প্রবণতা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।


ধর্ম উপদেষ্টা ঘুষ-দুর্নীতি থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন, ঘুষের লোভে ফাইল আটকিয়ে রাখার মানসিকতা পরিহার করতে হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল