ঢাকা | বঙ্গাব্দ

ফ্যাসিবাদের দোসররা বিএনপিতে প্রবেশ করতে পারবে না - হাসান সরকার

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন বিগত ১৭ বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগের সময় একজন মুসলিম হয়েও খোলা জায়গায় বসে প্রকাশ্যে নেতাকর্মী নিয়ে ইফতার করতে পারিনি। তাদের অত্যাচারের ফল আজ তারা ভোগ করছে। মনে রাখতে হবে এই দেশ কারো পৈতৃক সম্পত্তি না। এই দেশের মালিক জনগন। সুতরাং জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে কেউ টিকতে পারেনি পারবেও না।
  • আপলোড তারিখঃ 21-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 107510 জন
ফ্যাসিবাদের দোসররা বিএনপিতে প্রবেশ করতে পারবে না - হাসান সরকার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728



টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন বিগত ১৭ বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগের সময় একজন মুসলিম হয়েও খোলা জায়গায় বসে প্রকাশ্যে নেতাকর্মী নিয়ে ইফতার করতে পারিনি। তাদের অত্যাচারের ফল আজ তারা ভোগ করছে। মনে রাখতে হবে এই দেশ কারো পৈতৃক সম্পত্তি না। এই দেশের মালিক জনগন। সুতরাং জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে কেউ টিকতে পারেনি পারবেও না। 


শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় টঙ্গীর ৫৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের  উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


বিএনপি নেতাকর্মীদের হুঁশিয়ার করে তিনি আরোও বলেন, কোন চাঁদাবাজ, দখলবাজ, মাদক ব্যবসায়ীর স্থান বিএনপিতে হবে না। কেউ এধরনের অপকর্মের সাথে জড়িত হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।


৫৫ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাকেরের সঞ্চালনায়  অনুষ্ঠান  উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক  যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম শুক্কুর ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিন।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অবিভক্ত টঙ্গী থানা বিএনপির প্রচার সম্পাদক জামাল উদ্দিন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক  আব্দুর রহমান বাবু, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরিফিন সিদ্দিক বুলবুল প্রমূখ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত