শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ৬ষ্ঠ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি বের করা হয়। পরে জেলা কারাগারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড কাজী মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোদাচ্ছের হোসেন বাবুল।
সিপিবির শরীয়তপুর জেলার সভাপতি নুরুল হক ঢালীর সভাপতিত্ব করেন ও সাধারণ সম্পাদক সুশান্ত ভাওয়াল সঞ্চালনা করেন। এসময় সিপিবির বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, দ্রুত জাতীয় সংসদ নির্বাচন, দেশের স্বার্থবিরোধী চুক্তির পায়তারা বন্ধ, ঘুষ, দুর্ণীতি, দুর্নীতিবাজ হটাও এবং পদ্মা সেতু দক্ষিণ প্রান্ত হতে শরীয়তপুর জেলার সকল উপজেলার যাতায়াত ব্যবস্থা উন্নত করা সহ শাক সবজি সংরক্ষণের জন্য প্রত্যেক উপজেলায় কোল্ডস্টোরেজ স্থাপন করতে হবে। এছাড়াও পাটের মণ ৬ হাজার টাকা নির্ধারণ করতে হবে এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে হবে।