ঢাকা | বঙ্গাব্দ

নবীনগরে বাস সিএনজি সংঘর্ষে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৫ জুন) ভোর সকালে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
  • আপলোড তারিখঃ 05-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 52996 জন
নবীনগরে বাস সিএনজি সংঘর্ষে নিহত ৩ ছবির ক্যাপশন: বাস ও অটোরিকশা সংঘর্ষে নিহত
ad728


মো. কামরুল ইসলাম, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৫ জুন) ভোর সকালে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাসেম, নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া। অপর নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।


নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুর রহমান জানান, ভোর সকালে নবীনগর থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা কুমিল্লার কোম্পানীগঞ্জ যাওয়ার পথে এতিমখানা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ তিনজন নিহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ