কুলিয়ারচর (কিশোরগঞ্জ) উপজেলা প্রতিনিধি: “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”- এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকদ্রব্য ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় উপজেলার ছয়সূতী ইউনিয়ন বাসস্ট্যান্ড এলাকায় সংগঠন “রক্তের সন্ধানে ছয়সূতী” এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাস আজ সমাজ ও পরিবার ধ্বংসের অন্যতম কারণ। মাদকের কারণে যুব সমাজ বিপথে যাচ্ছে এবং অপরাধ বাড়ছে, নেশার টাকা যোগার করতে অনেকে ছিনতাইয়ের দিকে ধাবিত হচ্ছে। এলাকায় মাদক-ছিনতাই বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
আয়োজক কমিটির সভাপতি কিরন খান বলেন, “ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর অংশের লক্ষিপুর থেকে আলী আকবরী পর্যন্ত স্থানে প্রায়ই ডাকাতি-ছিনতাই হচ্ছে। ইদানিং সন্ধ্যায়ও এমন ২টি ঘটনা ঘটেছে, যা স্থানীয়রা প্রত্যক্ষ করেছেন। আর মাদকদ্রব্য সমাজকে আজ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আমরা সন্ত্রাস ও মাদক মুক্ত কুলিয়ারচর চাই। এসব বিষয়ের স্থায়ী সমাধান চাই।”
জানতে চাইলে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন পিপিএম সংবাদমাধ্যম কে বলেন, “মাদকের বিরুদ্ধে ইদানিং ৭টি মামলা রুজু করা হয়েছে, ছিনতাই ঠেকাতে পুলিশ টহল বাড়ানো হয়েছে। পুলিশ সবসময় এসবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। মানববন্ধনের বিষয়ে তিনি বলেন স্থানীয় একটা সংগঠন নিজেদের ফোকাস করতে এটি করেছে বলে আমার মনে হচ্ছে।