ঢাকা | বঙ্গাব্দ

নতুন সরকার গঠিত হলো লেবাননে

লেবাননের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনের লক্ষ্যে শনিবার (৮ ফেব্রুয়ারি) নতুন সরকার গঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 09-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 15366 জন
নতুন সরকার গঠিত হলো লেবাননে ছবির ক্যাপশন: লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের (বাঁয়ে) সঙ্গে প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। (ছবি: রয়টার্স)
ad728

লেবাননের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনের লক্ষ্যে শনিবার (৮ ফেব্রুয়ারি) নতুন সরকার গঠিত হয়েছে। তবে এই প্রক্রিয়ায় লক্ষ করা গেছে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ । ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষের পর দেশটি আন্তর্জাতিক সহায়তা পাওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নতুন প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম  প্রেসিডেন্টের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছেন,২৪ সদস্যবিশিষ্ট নতুন মন্ত্রিসভা দেশের আর্থিক সংস্কার, পুনর্গঠন এবং জাতিসংঘের গুরুত্বপূর্ণ প্রস্তাব বাস্তবায়নকে অগ্রাধিকার দেবে । এই পদক্ষেপ লেবানন-ইসরায়েল সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখার মূল ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন সপ্তাহেরও বেশি সময় আলোচনার পর এই ঘোষণা করা হয়। দেশটির ঐতিহ্য অনুযায়ী, সরকারি পদগুলো ধর্মীয় সম্প্রদায় অনুযায়ী বণ্টন করা হয়। তবে শিয়া সম্প্রদায়ের মন্ত্রী নিয়োগ নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা তৈরি হয়, কারণ সাধারণত ইরান-সমর্থিত হিজবুল্লাহ ও তার মিত্র আমাল এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে।

তবে নতুন সরকারে হিজবুল্লাহর প্রভাব কমানোর জন্য ওয়াশিংটন কূটনৈতিকভাবে কঠোর অবস্থান নিয়েছে।

মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন উপ প্রতিনিধি মরগান ওর্টাগাস শুক্রবার বলেছেন, নতুন সরকারে হিজবুল্লাহর অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের আপত্তি আছে। ওই বক্তব্যে ইসরায়েলকে ধ্বংসাত্মক হামলার মাধ্যমে হিজবুল্লাহকে দুর্বল করার জন্য ধন্যবাদ জানান। তার কথায় লেবাননে তীব্র প্রতিক্রিয়া ও প্রতিবাদ সৃষ্টি হয়।

শেষ পর্যন্ত, চারজন নতুন সদস্য মনোনীত করার অনুমোদন পায় পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির নেতৃত্বাধীন দল আমাল , যার মধ্যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ইয়াসিন জাবের। এছাড়া, তারা আরও একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নিয়োগে সম্মতি জানিয়েছে।

এর ফলে হিজবুল্লাহ ও তাদের মিত্ররা সরকারে 'ব্লকিং থার্ড' অর্জন করতে পারেনি, যার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে দেওয়া সম্ভব হতো। উল্লেখ্য, দুই-তৃতীয়াংশ ভোট ছাড়া পার্লামেন্টে  কিছু সিদ্ধান্ত অনুমোদন করানো সম্ভব হয় না।

লেবাননে নিযুক্ত মার্কিন দূতাবাস নতুন সরকার গঠনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তাদের আশা, এই সরকার লেবাননের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে ভূমিকা রাখবে এবং জরুরি সংস্কার কার্যকর করবে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রামপুরা- হাতিরঝিল প্রেসক্লাবের যাত্রা শুরু