ঢাকা | বঙ্গাব্দ

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ

জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলা এবং কিছু সংখ্যক শিক্ষককে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ। একই সঙ্গে শিক্ষকদের যৌক্তিক সব দাবি-দাওয়া মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
  • আপলোড তারিখঃ 13-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 24898 জন
শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
ad728

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ


 

স্টাফ রিপোর্টার:

জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলা এবং কিছু সংখ্যক শিক্ষককে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ। একই সঙ্গে শিক্ষকদের যৌক্তিক সব দাবি-দাওয়া মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

রবিবার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব তওসীফ মুস্তফা তকী।


বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ মর্মাহত এবং ক্ষুব্ধ। শিক্ষকদের ওপর এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এর মাধ্যমে শিক্ষকদের প্রতি অবমাননাকর এবং অগ্রহণযোগ্য বার্তা যাচ্ছে। পাশাপাশি এ ধরনের ঘটনায় এদেশের শিক্ষা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।


তারা আরও বলেন, কোনো সভ্য রাষ্ট্রের পুলিশ প্রশাসন দ্বারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ জড়িতদের শাস্তির দাবী জানাচ্ছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা পূনরাবৃত্তি না ঘটে। একই সাথে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ প্রশাসনের কাছে শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছে এবং শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো পর্যালোচনা করে সরকার মেনে নিবেন বলে আমরা বিশ্বাস করি।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পোরশায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুরের গণসংযোগ ও লিফলেট বিতরণ