ঢাকা | বঙ্গাব্দ

জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বাজিতপুরে জাসাসের মানববন্ধন

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্যের প্রতিবাদে আজ কিশোরগঞ্জের বাজিতপুর বাজারে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 19-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 15699 জন
জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বাজিতপুরে জাসাসের মানববন্ধন ছবির ক্যাপশন: বাজিতপুর বাজারে মানববন্ধন
ad728


ইফরানুল হক সেতু, বাজিতপুর প্রতিনিধি :

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্যের প্রতিবাদে আজ কিশোরগঞ্জের বাজিতপুর বাজারে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এই মানববন্ধনের আয়োজন করে বাজিতপুর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা জাসাসের আহ্বায়ক ফয়েজ আহমেদ মিঠু।


মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মোস্তফা আমিনুল হক ভূঁইয়া, জাসাস বাজিতপুর উপজেলার সদস্য সচিব মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম উদ্দিন এবং রাসেল শিকদার।


এছাড়াও মাইজচর, হুমায়ুনপুর, গাজিরচর, বলিয়ারদী ও দিলালপুর ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে জিয়াউর রহমান ও তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল