ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন

  • আপলোড তারিখঃ 09-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 92859 জন
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন ছবির ক্যাপশন: মাদারীপুরে মানববন্ধন
ad728

মাদারীপুর প্রতিনিধি: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও দোষিদের বিচারের দাবিতে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ^বিদ্যালয় কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কালকিনি ও ডাসার উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

এ সময় বক্তারা দ্রুত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন গণমাধ্যমকর্মীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার সিনিয়র সাংবাদিক খন্দকার শামীম, যুগান্তরের সাংবাদিক এইচএম মিলন, ঢাকা প্রতিদিনের প্রতিনিধি নাসির উদ্দিন লিটন, জনকন্ঠের সাংবাদিক জাফরুল হাসান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মম হারুন অর রশীদ, মাইটিভির প্রতিনিধি শেখ লিয়াকত ও একুশে টিভির সাংবাদিক মো. রকিবুজ্জামানসহ অনেকেই।

গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামানকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে একদল দুর্বৃত্ত। ভয়ে দৌড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন তুহিন। পরে দোকানের ভেতর ঢুকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে করে ওই সাংবাদিককে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ মুহুর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় শুক্রবার সকালে সাংবাদিক আসাদুজ্জামানের বড়ভাই সেলিম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেন। গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও পিবিআই আলাদাভাবে অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে। নিহত আসাদুজ্জামান তুহিনের গ্রামেরবাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তিনি পরিবারসহ থাকতেন গাজীপুর নগরের চৌরাস্তা এলাকায়।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পোরশায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুরের গণসংযোগ ও লিফলেট বিতরণ