ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রামে তালা কেটে বিদ্যালয়ে চুরি

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম সদরে একটি বিদ্যালয়ের অফিস কক্ষের তালা কেটে ভিতরে ঢুকে আবার স্টোর রুমের তালা ভেঙ্গে বিদ্যালয়ের পিতলের একটি ঘন্টা, একটি গ্যাসের চুলা ও গ্যাস সিলিন্ডার চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
  • আপলোড তারিখঃ 04-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 16700 জন
অষ্টগ্রামে তালা কেটে বিদ্যালয়ে চুরি ছবির ক্যাপশন: আব্দুল আউয়াল প্রাথমিক বিদ্যালয়।
ad728

রেজাউল করিম সেলিম : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম সদরে একটি বিদ্যালয়ের অফিস কক্ষের তালা কেটে ভিতরে ঢুকে আবার স্টোর রুমের তালা ভেঙ্গে বিদ্যালয়ের  পিতলের একটি ঘন্টা,  একটি গ্যাসের চুলা ও গ্যাস সিলিন্ডার চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে

সোমবার (০৩ ফেব্রুয়ারী) গভীর রাতে অষ্টগ্রাম সদরে অবস্হিত আব্দুল আউয়াল প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এর আগেও উক্ত বিদ্যালয় থেকে সৌর বিদ্যুতের ব্যাটারীসহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়েছে। তারা জানায়, এখানে  রাতের আঁধারে প্রায়ই নেশাখোরদের আড্ডা থাকে। তারাই এ ঘটনা ঘটাতে পারে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ ধারণা করছেন।

এলাকাবাসী জানান, শুধু এ বিদ্যালয়ে নয়, ইদানিং উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রায় প্রতিদিনই ঘটছে  চুরির ঘটনা। এলাকার সাধারণ মানুষ আতংকে জীবন যাপন করছে। 

ঘটনার সত্যতা স্বীকার করে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এ প্রতিনিধিকে জানান, এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ না পেলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল