ঢাকা | বঙ্গাব্দ

কুলিয়ারচরে ৩৪টি মণ্ডপে মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা উদযাপন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় চলছে শারদীয় দুর্গোৎসবের রঙিন আবহ। উপজেলার পৌরসভা ও ইউনিয়ন গুলোতে মোট ৩৪টি মণ্ডপে ধর্মীয় আনন্দ-উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা।
  • আপলোড তারিখঃ 02-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 35261 জন
কুলিয়ারচরে ৩৪টি মণ্ডপে মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা উদযাপন ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728



কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় চলছে শারদীয় দুর্গোৎসবের রঙিন আবহ। উপজেলার পৌরসভা ও ইউনিয়ন গুলোতে মোট ৩৪টি মণ্ডপে ধর্মীয় আনন্দ-উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা।


ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস, প্রতিবছর দেবী দুর্গা অশুভ শক্তি দমন ও শুভ শক্তির প্রতিষ্ঠা করতে পৃথিবীতে আগমন করেন। ভক্তরা তাঁর আগমনে শান্তি, ভ্রাতৃত্ব ও ন্যায়ের জয় প্রত্যাশা করেন।


এবার কুলিয়ারচর পৌরসভায় ১২টি, ইউনিয়ন গুলোর মধ্যে রামদিতে ৪টি, উছমানপুরে ৫টি, ছয়সূতীতে ৩টি, সালুয়ায় ৮টি এবং ফরিদপুর ইউনিয়নে ২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নে কোনো পূজা মণ্ডপ নেই। উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি পীযূষ কান্তি ঘোষ জানান, গতবারের তুলনায় এ বছর একটি পূজামণ্ডপ বেড়েছে।


উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। কুলিয়ারচর থানার ওসি হেলাল উদ্দিন পিপিএম'র ভাষায়, “অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা দিনরাত মাঠে কাজ করছে।”


গত সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা সভাপতি মো. শরীফুল আলম। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্‌ আলমসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।


এছাড়া পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সদ্য প্রাক্তন সভাপতি ও গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি লায়ন বাবু জিতেন্দ্র লাল ভৌমিক, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র নেতৃবৃন্দরাসহ অনেকে।


উৎসব পর্যবেক্ষণে ছিলেন যুগ্ম সচিব ও কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার এবং সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান।


আজ সকাল সাড়ে নয়টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত মণ্ডুপ গুলোতে সিঁদুর খেলার প্রস্তুতি চলছিল।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যার পর বিজয়া দশমীতে দর্পণ বিসর্জনের মাধ্যমে দেবী দূর্গাকে বিদায় জানানো হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পোরশায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুরের গণসংযোগ ও লিফলেট বিতরণ