কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে র্যালি, আলোচনা সভা এবং দুর্যোগ প্রতিরোধ মহড়া অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অনুষ্ঠিত হয় দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া। মহড়ায় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি ভিজা কম্বল, বালতি ও চটের বস্তা ব্যবহার করে এলপি গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর কৌশল প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার। তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় জনগণের সচেতনতা ও প্রস্তুতিই সবচেয়ে বড় শক্তি। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ওমর ফারুক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক মো. শহিদুল ইসলাম, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ফরিদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোবারক হোসেন, কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ইলিয়াস ভূঁইয়া এবং উদয়ন কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুলের প্রিন্সিপাল সলিল কান্তি রায়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।
শেষে অংশগ্রহণকারীরা দুর্যোগ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।