শরীয়তপুর প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ রিক্সা প্রতিকের পক্ষে মাওলানা জালালুদ্দিনের ব্যাপক গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনব্যাপী শরীয়তপুর জেলা সদরের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ করেন তিনি। এসময় বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা সাব্বির আহমেদ উসমানী, সাধারণ সম্পাদক হাফেজ দবির হোসেন শেখসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, গণসংযোগকালে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। মানুষ পরিবর্তন চায়। মানুষ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, মানুষ এবার ভোট দেয়ার জন্য উৎগ্রীব হয়ে আছে। গত ৫৩ বছরে এ দেশের অনেক দলকে দেখেছে, এখন তারা ইসলামপন্থিদের ক্ষমতায় দেখতে চায়। এই এলাকায় রিক্সা প্রতিকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়। আমাদের প্রত্যাশা, আগামী নির্বাচনে জনগণ রিক্সা প্রতিককে বিজয়ী করবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমি বিজয়ী হ়লে শরীয়তপুরের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাত সহ সকলখাতে উন্নয়ন করবো। আর
একটি শান্তিপূর্ণ, নিরাপদ, বাসযোগ্য ও আধুনিক এবং ঘুষ, দুর্নীতিমুক্ত জেলায় পরিণত করবো, ইনশাআল্লাহ।