ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে প্রেসক্লাবের সামনে বন্দরের গণঅনশন চলছে

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়ার চর টার্মিনালকে ডিপি ওয়ার্ল্ড কিংবা অন্য কোনো বিদেশি কোম্পানির হাতে ইজারায় তুলে দেয়ার বিরুদ্ধে বৃহত্তর জাতীয় শ্রমিক-কর্মচারী জোট শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) আজ গণঅনশন কর্মসূচি চলছে।
  • আপলোড তারিখঃ 01-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 8468 জন
চট্টগ্রামে প্রেসক্লাবের সামনে বন্দরের গণঅনশন চলছে ছবির ক্যাপশন: বন্দরের গণঅনশন
ad728


 আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়ার চর টার্মিনালকে ডিপি ওয়ার্ল্ড কিংবা অন্য কোনো বিদেশি কোম্পানির হাতে ইজারায় তুলে দেয়ার বিরুদ্ধে বৃহত্তর জাতীয় শ্রমিক-কর্মচারী জোট শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) আজ গণঅনশন কর্মসূচি চলছে।


শনিবার (১ নভেম্বর) সকাল থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মঞ্চ তৈরি করে তাদের এই গণঅনশন কর্মসূচি শুরু হয়েছে। গণঅনশনটি চলবে আজ বিকেল পর্যন্ত। এই গণঅনশন কর্মসূচি উদ্বোধন করেন স্কপের কেন্দ্রীয় নেতা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।



অনশনে সভাপতিত্ব করছেন স্কপ চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক সাবেক বন্দর সিবিএ নেতা কাজী শেখ নুরুল্লাহ বাহার। এতে বক্তব্য রাখছেন চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট নাগরিক প্রতিনিধিগণ।


বক্তারা তাদের বক্তৃতায় বলেন, চট্টগ্রাম বন্দরের লাভজনক ও স্বয়ংসম্পূর্ণ প্রধান কন্টেইনার স্থাপনা হচ্ছে এনসিটি। বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডকের মাধ্যমে বর্তমানে এনসিটি স্বচ্ছতা, দক্ষতা ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।


তারা বলেন, চট্টগ্রাম বন্দরের হৃদপিণ্ড এই এনসিটিসহ চট্টগ্রাম বন্দরের কোন স্থাপনা ইজারা দিয়ে বিদেশি অপারেটর কোম্পানির হাতে তুলে দেয়া যাবে না। শ্রমিক কর্মচারী জনগণ ঐক্যবদ্ধ হয়ে এহেন জাতীয় স্বার্থ বিরোধী অপচেষ্টা রুখে দাঁড়াবে। এর আগে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি হিসেবে বিভিন্ন সংগঠনের উদ্যোগে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩