ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে মিডওয়াইফারি কোর্সে ভর্তি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খাগড়াছড়িতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আয়োজনে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও গ্রীণ হিল সার্বিক সহযোগিতায় এবং পার্বত্য জেলা পরিষদের সার্বিক ব্যবস্থায় মিডওয়াইফারি কোর্সে ভর্তি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 09-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 3139 জন
খাগড়াছড়িতে মিডওয়াইফারি কোর্সে ভর্তি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছবির ক্যাপশন: খাগড়াছড়িতে মিডওয়াইফারি কোর্সে ভর্তি বিষয়ক ওরিয়েন্টেশন
ad728


খাগড়াছড়ি প্রতিনিধি;

খাগড়াছড়িতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আয়োজনে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও গ্রীণ হিল সার্বিক সহযোগিতায় এবং পার্বত্য জেলা পরিষদের সার্বিক ব্যবস্থায় মিডওয়াইফারি কোর্সে ভর্তি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।


এ সময় ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা বাংলাদেশ মিডওয়াইফের প্রয়োজনীয়তা,মাতৃ এবং শিশু মৃত্যু ও অসুস্থতার হার কমানো, হাসপাতাল ও কমিউনিটি সেটিং এমানসম্মত ও সম্মানজনক মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা প্রদান, মা ও শিশু স্বাস্থ্যের উন্নতির জন্য দক্ষ সক্ষম, আত্মবিশ্বাসী জনশক্তি তৈরি  অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশন প্রতিরোধ ও নরমাল ডেলিভারির হার বাড়ানো, ইন্সষ্টিটিউসনাল ডেলিভারি নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।


রবিবার (০৯মার্চ) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা পরিষদের কনফারেন্স হলে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের  চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।


এ সময় জেলা পরিষদের সদস্য সাথোয়াই প্রু চৌধুরী,জেলা পরিষদের সদস্য সহিদুল ইসলাম সুমন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ফারুক আব্দুল্লাহ,ইউএনএফপিএ এর ন্যাশনাল মিডওয়াইফারিং কনসালটেন্ট ফরিদা বেগমসহ গ্রীণ হিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল