ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ১০

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তারা মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল এখন ১০ জনে। নিহতদের মধ্যে তিনজন নারী, দুজন শিশু ও পাঁচজন পুরুষ বলে জানা গেছে।
  • আপলোড তারিখঃ 02-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 101883 জন
চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ১০ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


আমিনুল হক,  নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তারা মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল এখন ১০ জনে। নিহতদের মধ্যে তিনজন নারী, দুজন শিশু ও পাঁচজন পুরুষ বলে জানা গেছে। তবে নিহতের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত ভাবে জানা যায়নি। সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।


তথ্যটি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান।


বুধবার (২এপ্রিল)সকাল সাড়ে ৭টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৭ জন ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। 


প্রত্যক্ষদর্শী বাসযাত্রী মতিন মিয়া জানান, ‘চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারালে বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করেন। এ সময়ে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের আট যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হয়েছেন আরো ৪ জন।

 

এর আগেও একই স্থানে ঈদের দিন সোমবার দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছিলেন। গতকাল (১এপ্রিল)মঙ্গলবার একই স্থানে দুইটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন আহত হন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ