ঢাকা | বঙ্গাব্দ

বজ্রপাত ও কৃষক

বৃষ্টি হলেই বজ্রপাতে মরছে মানুষ রোজ, মরছে কৃষক, মরছে জেলে, কে নেয় তাদের খোঁজ!! উপর তলার সাহেব যারা আছেন তারা বেশ, মৃতের সংখ্যা হিসেব করেই দায়টা তাদের শেষ!!
  • আপলোড তারিখঃ 06-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 176477 জন
বজ্রপাত ও কৃষক ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
ad728


নজরুল ইসলাম সাগর


বজ্রপাত আজ সারা দেশে

নিরব মহামারী,

চোখের জলে হচ্ছে রোজই

লাশের মিছিল ভারী।।


বৃষ্টি হলেই বজ্রপাতে

মরছে মানুষ রোজ,

মরছে কৃষক, মরছে জেলে,

কে নেয় তাদের খোঁজ!!


উপর তলার সাহেব যারা

আছেন তারা বেশ,

মৃতের সংখ্যা হিসেব করেই

দায়টা তাদের শেষ!!


জেলে চাষী বলে যাদের

আমরা করি পর,

তারাই দেশের অর্থনীতির

আসল কারিগর।।


আমার দেশের সবার মুখের

আহার যোগায় যারা,

কেউ ভাবেনা তাদের নিয়ে

কেমন আছেন তারা।।


বজ্রপাতে প্রাণ বেশি যায়

কৃষক, শ্রমিক-জেলের,

হয়না হিসাব, পায়না মূল্য

তাদের চোখের জলের।।


নিরাপত্তা নেইযে তবু

মাঠেই যাদের মন,

তাদের কথা ভাবা যে আজ

বড়ই প্রয়োজন।।


ছড়াকার নজরুল ইসলাম সাগর,                সম্পাদক : জার্নাল অব কান্ট্রি।                        সভাপতি : অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পোরশায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুরের গণসংযোগ ও লিফলেট বিতরণ