অগ্নিবীণা বিষের বাঁশি
মোঃ রজব আলী
দুঃখে সারা জীবন গড়া
সৎ সাহস যে অধিক বুকে,
সামান্য তাঁর লেখাপড়া
দেশ বাঁচাতে দাঁড়ান রুখে।
কাব্যগ্রন্থ লেখেন কতো
অগ্নিবীণা বিষের বাঁশি,
মনে তারই দুঃখ শতো
তবু সদাই মুখে হাঁসি।
দেশের জন্য ছিলেন হন্য
করেছিলেন কতো সভা,
তারই জীবন হলো ধন্য
তিনি ছিলেন দেশের প্রভা।
দুঃখ ভুলে হৃদয় খুুলে
বিদ্রোহী সুর হৃদে বাজে,
স্বহস্তে নেন অস্ত্র তুলে
নামেন তিনি দেশের কাজে।
যাত্রা নাটক কাব্য গানে
বাংলার বুকে ছিলেন সেরা,
সাম্যের বাণী সদাই প্রাণে
বুকের মধ্যে ছিলো ঘেরা।
চব্বিশে মে জন্ম নিয়ে
হয়েছিলেন বাংলাবাসী,
তারঁই জন্য কাঁদে হিয়ে
চোখের জলে সবাই ভাসি।