ঢাকা | বঙ্গাব্দ

জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তিতে শরীয়তপুরে আলোচনা সভা ও দোয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত কারা মুক্তিতেশ রীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
  • আপলোড তারিখঃ 28-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 57305 জন
জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তিতে শরীয়তপুরে আলোচনা সভা ও দোয়া ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


শরীয়তপুর প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত কারা মুক্তিতেশ রীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৮ মে) সন্ধ্যায় শরীয়তপুর কেন্দ্রীয় জামে মসজিদে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আমীর মাওলানা আবদুর রব হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,  জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা খলীলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন, জেলা সেক্রেটারী মাওলানা মাসুদুর রহমান।

এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও গোসাইরহাট, ডামুড্যা, ভেদরগঞ্জ, নড়িয়া ও জাজিরা উপজেলা শাখার উদ্যোগেও দোয়া অনুষ্ঠান করা হয়।


মাওলানা খলীলুর রহমান বলেন, দীর্ঘ ১৪ বছর আমাদের মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম পতিত সরকারের ফরমায়েশি সাজা থেকে বেকসুর খালাস পাওয়ায় দোয়া ও আলোচনা সভা করেছি। সত্যের জয় হয়, এটাই প্রমাণিত হয়েছে। 

আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল