ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রামে ২০২২-২৩ সালের শাপলা কাব এওয়ার্ড প্রাপ্তদের সংবর্ধনা

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ২০২২-২৩ সালের শাপলা কাব এওয়ার্ড প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৬ জুন) বিকেলে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা স্কাউটস এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
  • আপলোড তারিখঃ 16-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 42909 জন
অষ্টগ্রামে ২০২২-২৩ সালের শাপলা কাব এওয়ার্ড প্রাপ্তদের সংবর্ধনা ছবির ক্যাপশন: অষ্টগ্রামে ২০২২-২৩ সালের শাপলা কাব এওয়ার্ড প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান, ছবি: জার্নাল অব কান্ট্রি।
ad728

অষ্টগ্রামে ২০২২-২৩ সালের শাপলা কাব এওয়ার্ড প্রাপ্তদের সংবর্ধনা 


অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ২০২২-২৩ সালের শাপলা কাব এওয়ার্ড প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।


 সোমবার (১৬ জুন) বিকেলে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা স্কাউটস এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। 

উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিচুর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর ন্যাশনাল কো-অর্ডিনেটর, মেসেঞ্জার অব পিস ও সদস্য প্রশিক্ষণ উপকমিটি স্কাউটার হারুন-অর-রশিদ পিআরএস ও এএলটি।


বিশেষ স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের সম্পাদক স্কাউটার আতাউর রহমান এএলটি ও বাংলাদেশ স্কাউটসের জনসংযোগ ও মার্কেটিং বিষয়ক উপকমিটির সদস্য স্কাউটার জিয়াউল হুদা।


এখানে উল্লেখ্য যে, ২০২২-২৩ সালে শাপলা কাব এওয়ার্ড প্রাপ্ত ১৬ জন ছাত্রছাত্রীকে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল