ঢাকা | বঙ্গাব্দ

কটিয়াদীতে স্কুলশিক্ষিকার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বেথইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকা ইয়াসমিনের অপকর্ম ও দুর্নীতি আড়াল করতে এবং তদন্ত কার্যক্রম ভিন্ন খাতে প্রবাহিত করতে সহকারী শিক্ষক মোসাঃ তাহমিনা রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 30-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 6334 জন
কটিয়াদীতে স্কুলশিক্ষিকার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন সহঃ শিক্ষক তাহমিনা
ad728



মাইনু হক মেনু, স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বেথইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকা ইয়াসমিনের অপকর্ম ও দুর্নীতি আড়াল করতে এবং তদন্ত কার্যক্রম ভিন্ন খাতে প্রবাহিত করতে সহকারী শিক্ষক মোসাঃ তাহমিনা রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে কটিয়াদী বাজারে স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে বেথইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাঃ তাহমিনা রহমানের আয়োজনে সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে তাহমিনা রহমান লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক সাদেকা ইয়াসমিন কর্তৃক মানসিক নির্যাতন, দুর্ব্যাবহার, বিদ্যালয় পরিচালনায় স্বেচ্ছাচারীতা, দুর্ণীতির অভিযোগ তুলে বলেন, আমি ২০১৩ সনে অত্র প্রতিষ্ঠানে যোগদানের পর থেকেই প্রধান শিক্ষক সাদেকা ইয়াসমিন আমার সাথে বিমাতা সুলভ আচরণ শুরু করেন। তিনি তৎকালীন আওয়ামী সরকারের প্রভাব দেখিয়ে নিজের স্বজনদের নিয়ে ম্যানেজিং কমিটি গঠন করেন। আমাকে কখনো কমিটিতে রাখেন না। প্রধান শিক্ষক নিজে ক্লাস ফাঁকি দেন। টিফিনের সময় নিয়ম করে প্রতিদিন বাড়িতে চলে যান। স্কুলের ল্যাপটপ তিনি নিজে পারিবারিক ভাবে ব্যবহার করেন। উনার ভাসুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তিনি সবসময় ম্যানেজিং কমিটির সভাপতি থাকতেন, তার মৃত্যুর পর ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিকে ম্যানেজিং কমিটির সভাপতি করা হয়। তিনি প্রাক প্রাথমিকের জন্য বরাদ্দ প্রয়োজনীয় উপকরণও দেন না। স্লিপ ও ক্ষুদ্র মেরামতের টাকা ভূয়া ভাউচারের মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করেন। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন যাবত উপজেলা সহকারি শিক্ষা অফিসার, শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসার বরাবরে মৌখিক অভিযোগ করে আসলেও আওয়ামী দলীয় প্রভাবের কারণে তিনি তাদেরকে ম্যানেজ করে নিতেন। কেউ এর প্রতিকার করেননি। প্রধান শিক্ষক সাদেকা ইয়াসমিনের অপকর্ম ও দুর্নীতি থেকে প্রতিকার পাওয়ার জন্য আমি গত ৩০জুন কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগের ভিত্তিতে তদন্ত আসলে অভিভাবকগণ প্রধান শিক্ষকের অনিয়ম ও স্বেচ্ছাচারিতা, বিদ্যালয়ের লেখাপড়ার মান নিম্নগামী হওয়া, বিধি মোতাবেক বিদ্যালয় পরিচালনা না করা এবং প্রাপ্ত বাজেট সঠিক ভাবে বাস্তবায়ন না করার বিষয়গুলো তুলে ধরা হয়। সহকারী শিক্ষক মোসাঃ তাহমিনা রহমান বলেন, প্রধান শিক্ষক সাদেকা ইয়াসমিন তাঁর অপকর্ম ও দুর্নীতি আড়াল করতে এবং তদন্ত কার্যক্রম ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তাড়াহুড়া করে উল্টো আমার বিরুদ্ধে বিভিন্ন সংবাদ পত্রে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন। সংবাদে বিএনপিকে হেয়প্রতিপ্ন্ন করার হীন উদ্দ্যেশে আমার বাবা বিএনপি নেতা প্রভাব দেখিয়েছে বলে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। সেখানে তদন্ত চলাকালীন সময়ে আমার পিতা বিএনপি নেতা ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রভাব বিস্তার করেছেন এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর আমার স্বামী অন্যত্র বদলী হয়েছেন উল্লেখ করা হয়, এই সকল বিষয়গুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট যা সঠিক নয়। এসকল মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্যই আজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যাম এসকল মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি মিথ্যা সংবাদ প্রকাশের জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও মানসিক নির্যাতন থেকে আমাকে মুক্ত করতে এবং বিদ্যালয়ের শিক্ষার মান উর্ধ্বমুখী করার ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবী জানান। এ সময় তার পাশে উম্মে আইমন, শাহরিন, ফাতেমা এবং সুমা আক্তার উপস্থিত ছিলেন।

বেথইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকা ইয়াসমিন জানান, সহকারী শিক্ষক মোসাঃ তাহমিনা রহমানের অভিযোগের প্রেক্ষিতে কটিয়াদী উপজেলা শিক্ষা অফিসার স্যার প্রতিষ্ঠানে তদন্ত করতে এসেছিলেন। আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সহকারি শিক্ষক তাহমিনা রহমানের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছে।  মানববন্ধনের বিষয়ে আমি কিছুই জানি না। 

 সংবাদ সম্মেলন বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম তালুকদারের নিকট জানতে চাইলে তিনি বলেন, কোন শিক্ষক সংবাদ সম্মেলন করছেন এমন বিষয় আমার জানা নেই। তাহমিনা রহমানের অভিযোগের বিষয়ে তিনি বলেন, অভিযোগটি তদন্তাধিন আছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অষ্টগ্রাম উপজেলা বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত