মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে ভুয়া জাতীয় নির্বাচন কমিশনের মাইক্রোবাস ও বিয়ারসহ মনিরুজ্জামান (৪৮) নামে এক যুবককে আটক করে পুলিশ। শনিবার সকালে রাজৈর উপজেলার দক্ষিন বিদ্যানন্দী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মনিরুজ্জামান মাদারীপুরের শিবচরের বন্দরখোলা ইউনিয়নের রাজারচর গ্রামের আব্দুর রশিদের ছেলে। শনিবার দুপুরে মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠায় পুলিশ।
জানা যায়, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে রাজৈর থানার পুলিশ। শনিবার সকালে রাজৈর উপজেলার দক্ষিন বিদ্যানন্দী এলাকায় রাস্তায় বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের স্টিকার লাগানো একটি মাইক্রোবাস দেখতে পায় থানা পুলিশের সদস্যরা। এ সময় সন্দেহ হলে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাসি চালিয়ে গাড়ির মধ্যে থেকে ৮ বোতাল বিয়ার উদ্ধার করা হয়। মাইক্রোবাস জব্দ করে চালককে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের ভুয়া স্টিকার লাগানো একটি মাইক্রোবাসসহ একজনকে আটক করা হয়েছে। এ সময় তার গাড়ি থেকে নেশাজাতদ্রব্য উদ্ধার হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।’