ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে এনসিপির ৩২ সদস্যের সমন্বয় কমিটি গঠন

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ৩২ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 09-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 42673 জন
চট্টগ্রামে এনসিপির ৩২ সদস্যের সমন্বয় কমিটি গঠন ছবির ক্যাপশন: এনসিপির চট্টগ্রাম কমিটি
ad728



আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ৩২ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার (৯ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এ সমন্বয় কমিটি অনুমোদন করা হলো।


চট্টগ্রামে নবগঠিত এই সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে মীর আরশাদুল হককে। যুগ্ম সমন্বয়কারী হলেন, মোহাম্মদ এরফানুল হক, আরিফ মঈনুদ্দিন, মো. রাফসান জানি রিয়াজ, মীর মোহাম্মদ শোয়াইব, মো. জসিম উদ্দিন ওপেল, জোবাইর হোছেন, মুহাম্মদ সাঈদুর রহমান ও নিজাম উদ্দিন।


কমিটিতে সদস্য হিসেবে অন্য সদস্যরা হলেন, মোহাম্মদ ফরহাদুল আলম সবুজ, মোহাম্মদ বেলাল হোসেন, সাদিয়া আফরিন, সাহেদ ইকবাল চৌধুরী, রকিবুল হাসান, মোহাম্মদ সোহরাব চৌধুরী, মোহাম্মদ রিদুয়ান কাদের, লুৎফুর রহমান রোহান, অ্যাডভোকেট আবির মুহাম্মদ, মেহেদী হাসান জনি, সুব্রত পাল, ইফহামুল হক আশেক, সৈয়দ এহছানুল হক, মো. আজগর আলী (আশিক), ডা. মাহতাব উদ্দিন আহমদ, মো. এমদাদুল হক, মো. মিজানুর রহমান (নোবেল), মোহাম্মদ আজাদ, হৃদয় দত্ত, আকরাম হোসাইন বাপ্পি, মুহাম্মদ ইসমাঈল শরীফ, তাহজিব চৌধুরী ও রুহুল আমিন ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।