ঢাকা | বঙ্গাব্দ

মাদারীপুরের কালকিনিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে পুকুরের পানিতে ডুবে তাসফিয়া-(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের চরহোগলপাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসফিয়া একই গ্রামের আমান সরদারের মেয়ে।
  • আপলোড তারিখঃ 24-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 28110 জন
মাদারীপুরের কালকিনিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: প্রতীকি ছবি
ad728

স্টাফ রিপোর্টার,মাদারীপুর :

মাদারীপুরের কালকিনিতে পুকুরের পানিতে ডুবে তাসফিয়া-(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের চরহোগলপাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসফিয়া একই গ্রামের আমান সরদারের মেয়ে।   

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তাসফিয়া দুপুরে অন্য শিশুদের সাথে বাড়ির পাশপ খেলছিল। হঠাৎ পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে পাশের পুকুরে তাসফিয়া পরে যায়। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা বলেন, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের লাশ পরিবারের লোকজন হাসপাতাল থেকে নিয়ে গেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।