ঢাকা | বঙ্গাব্দ

শার্শায় ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

যশোরের শার্শায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
  • আপলোড তারিখঃ 10-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 12084 জন
শার্শায় ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন: গ্রেপ্তারকৃত মাদক কারবারি
ad728



হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:

যশোরের শার্শায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।


আটক ব্যক্তির নাম জুলফিকার আলী ভুট্টো (৩৫)। তিনি রামচন্দ্রপুর গ্রামের কওছার মোড়লের ছেলে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি বিশেষ টিম ভুট্টোর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতবাড়ি থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে আটক করে পুলিশ।


শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, মাদকদ্রব্য সংরক্ষণের দায়ে জুলফিকার আলী ভুট্টোকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।