ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁও উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সমাবেশ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শাখার জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 28-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 11455 জন
গফরগাঁও উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সমাবেশ ছবির ক্যাপশন: যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি
ad728



রফিকুল ইসলাম খান,  গফরগাঁও প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শাখার 

জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ও গফরগাঁও উপজেলা যুবদলের আহবায়ক সরদার মোঃ খুররমের নেতৃত্বে বিকেলে মিনি স্টেডিয়াম মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ- সাধারণ সম্পাদক হাসান আল মামুন লিমন।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া যুবদল গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। 


সরদার মোঃ খুররম এর সভাপতিত্বে অনুষ্ঠিত

সমাবেশে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আনছারুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক, আনার ঢালী, জেলা যুবদলের সদস্য ওয়াদুদ মন্ডল ও সারোয়ার, উপজেলা যুবদলের সদস্য হানিফ খান প্রমূখ।


র‌্যালিতে যুবদলের উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতা-কর্মী অংশ গ্রহণ করেন।

সমাবেশগুলোতে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় যুবদলকে আরো ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

র‌্যালি শেষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। যেখানে জাতির কল্যাণ, শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পোরশায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুরের গণসংযোগ ও লিফলেট বিতরণ