ঢাকা | বঙ্গাব্দ

মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু।

‎খাগড়াছড়ির পানছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় সেন রঞ্জন ত্রিপুরা (৩১) নামে এক শিক্ষক মৃত্যুবরণ করেছেন। তিনি লোগাং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। নিহত শিক্ষকের পিতার নাম প্রধন্য ত্রিপুরা ‎গ্রাম চিকনচাঁন কারবারি পাড়া।
  • আপলোড তারিখঃ 09-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1665 জন
মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু। ছবির ক্যাপশন: দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু।
ad728


ইকবাল হোসাইন, প্রতিনিধি পানছড়ি, খাগড়াছড়ি। 

‎খাগড়াছড়ির পানছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় সেন রঞ্জন ত্রিপুরা (৩১) নামে এক শিক্ষক মৃত্যুবরণ করেছেন। তিনি লোগাং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। নিহত শিক্ষকের পিতার নাম প্রধন্য ত্রিপুরা গ্রাম চিকনচাঁন কারবারি পাড়া।

‎স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকেল আনুমানিক ৪টার দিকে স্কুল ছুটির পর বাড়ি ফেরার উদ্দেশ্যে সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন সেন রঞ্জন ত্রিপুরা। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন উপজাতীয় যুবক অতিরিক্ত গতিতে এসে তাকে সরাসরি ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন।

‎পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আনুমানিক রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পোরশায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুরের গণসংযোগ ও লিফলেট বিতরণ