ঢাকা | বঙ্গাব্দ

সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩

নওগাঁর সাপাহার উপজেলার গোপালপুর গ্রামে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ তিনজন আহত হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
  • আপলোড তারিখঃ 09-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1506 জন
সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩ ছবির ক্যাপশন: শিয়ালের কামড়ে আহত ৩জন
ad728



স্টাফ রিপোর্টারঃনওগাঁর সাপাহার উপজেলার গোপালপুর গ্রামে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ তিনজন আহত হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।



স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র তানভীর (৭) শ্রেণিকক্ষ থেকে বের হয়ে মাঠের দিকে গেলে হঠাৎ একটি হিংস্র শিয়াল তাকে আক্রমণ করে কামড় দেয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা শিয়ালটিকে ধাওয়া দিলে সেটি দৌড়ে গ্রামে ঢুকে পড়ে।



পরে শিয়ালটি ওই গ্রামের জাহাঙ্গীরের বাড়িতে প্রবেশ করে তাঁর স্ত্রী রশিদা বেগমকে (৪০) কপাল ও হাতে কামড় দেয়। এরপর পাশের বাড়ির গৃহবধূ চেহেরি (৩৮)-কে কামড় দিয়ে আহত করে। শিয়ালটি এরপরে একটি গরুকেও কামড় দেয় বলে স্থানীয়রা জানান।



আহতের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে শিয়ালটিকে ধাওয়া দিয়ে ধরে পিটিয়ে মেরে ফেলে।



আহত তিনজনকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা কিছুটা গুরুতর হলেও তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।



স্থানীয়রা ধারণা করছেন, শিয়ালটি জলাতঙ্কে আক্রান্ত ছিল। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পোরশায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুরের গণসংযোগ ও লিফলেট বিতরণ