ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন'র সভাপতিত্বে চেঙ্গি স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে বিক্ষোভ সমাবেশ করে।
  • আপলোড তারিখঃ 18-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 174970 জন
খাগড়াছড়িতে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছবির ক্যাপশন: খাগড়াছড়িতে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের একাংশ
ad728


সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি প্রতিনিধি) :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। 

মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন'র সভাপতিত্বে চেঙ্গি স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে বিক্ষোভ সমাবেশ করে।

এসময় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, সেক্রেটারি মিনহাজুর রহমান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা আন্তর্জাতিক অপরাধ আদালত সরকারের দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সরকার দলীয় লোকদের মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দন্ডিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি ও জামায়াতের দলীয় প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।