ঢাকা | বঙ্গাব্দ

স্ত্রীকে না জানিয়ে গোপন বিয়ে পরিণতিতে স্বামী খুন

চট্টগ্রামে স্বামী আলাউদ্দিন (৩৬)-কে চতুর্থ স্ত্রী নুর জাহানের(২৩) বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে তাকে না জানিয়ে পঞ্চম বিয়ে করায়। স্ত্রী নুর জাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  • আপলোড তারিখঃ 23-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9899 জন
স্ত্রীকে না জানিয়ে গোপন বিয়ে পরিণতিতে স্বামী খুন ছবির ক্যাপশন: নিহত স্বামী আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী স্ত্রী নুর জাহান। ছবি :- জার্নাল অব কান্ট্রি
ad728

আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে স্বামী আলাউদ্দিন (৩৬)-কে চতুর্থ স্ত্রী নুর জাহানের(২৩) বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে তাকে না জানিয়ে পঞ্চম বিয়ে করায়। স্ত্রী নুর জাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার (২২ফেব্রুয়ারি) আনুমানিক রাত ২টায় চট্টগ্রামের  হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর লেইনের জোড়া খাম্বার নিকটস্থ মর্জিনার মায়ের কলোনির দ্বিতীয় তলার ৬ নম্বর রুমে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

জানা গেছে নিহত আলাউদ্দিন নোয়াখালীর সুধারাম থানাধীন ধর্মপুর ইউনিয়নের পূর্ব শোলকিয়া গ্রামের মইন উদ্দিনের পুত্র।তিনি পেশায় একজন শ্রমজীবি। তিনি পেশাগত কারণে হালিশহর বসুন্ধরা আবাসিকে ভাড়া বাসাটিতে বসবাস করতেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, নিহত আলাউদ্দিন কিছুদিন আগে নুর জাহানকে(২৩) চতুর্থ স্ত্রী হিসেবে বিয়ে করেন। তাকে না জানিয়েই আবার পঞ্চম বিয়ে করেন,পঞ্চম বিয়েটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। ঝগড়া করে একটা সময় আলাউদ্দিন নুর জাহানকে তালাকের হুমকি দেন।আর এতেই রাগান্বিত হয়ে নুর জাহান তাকে হত্যার সিদ্ধান্ত নেন।

ওসি আরও বলেন, ঘটনার রাতে ঝগড়ার পরে নিহত আলাউদ্দিন(৩৬) ঘুমিয়ে পড়েন,আর আনুমানিক রাত ২টায় নুর জাহান ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন।

পরে ঘটনাস্থ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহত আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক) হাসপাতালে পাঠায়।পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করে এবং নুর জাহানকেও গ্রেপ্তার করেছে।

তিনি জানিয়েছেন,হত্যাকাণ্ডের আইনি প্রক্রিয়া চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখার দাবীতে শরীয়তপুরে মানববন্ধন