নিজস্ব প্রতিনিধি :
পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে এবং ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করতে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১ মার্চ) দুপুরে উপজেলার অষ্টগ্রাম বড় বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলশাদ জাহান।
অভিযান চলাকালে তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেন এবং ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘রমজান পূর্ববর্তী সময়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, ভেজাল বিরোধী ও মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান আরও জোরদার করা হবে। কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী, সাংবাদিক ও ভোক্তাদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সকলকে সতর্ক থাকার পাশাপাশি এ কাজে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এ সময় অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আবদুর রহমান, বিএনপি নেতা নিজামুল হক নজরুল, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও জার্নাল অব কান্ট্রি বিডি.কম'র সম্পাদক নজরুল ইসলাম সাগর, অষ্টগ্রাম বড় বাজার বনিক সমিতির সম্পাদক যুবায়ের হাসান ইয়ামিন প্রমুখ উপস্থিত ছিলেন।