নিজস্ব প্রতিনিধি :
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বাজার মূল্য নিয়ন্ত্রণ ও তদারকির লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১মার্চ) উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান বক্তব্যে বলেন, ‘রমজান পূর্ববর্তী সময়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, ভেজাল বিরোধী ও মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান আরও জোরদার করা হবে। কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী, সাংবাদিক ও ভোক্তাদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সকলকে সতর্ক থাকার পাশাপাশি এ কাজে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এ সময় অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আবদুর রহমান, বিএনপি নেতা নিজামুল হক নজরুল, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও জার্নাল অব কান্ট্রি বিডি.কম'র সম্পাদক নজরুল ইসলাম সাগর, অষ্টগ্রাম বড় বাজার বনিক সমিতির সম্পাদক যুবায়ের হাসান ইয়ামিন, সাভিয়ানগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ও উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।